• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতের কবজি-আঙ্গুল কর্তন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনায় এলোপাতাড়ি কুপিয়ে সাজু মিয়া (৩৮) নামে এক ব্যক্তির হাতের কবজি ও আঙ্গুল কর্তন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার গোড়াই হাটুভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। সাজুকে প্রথমে কুমুদিনী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়েছে। এ ঘটনায় প্রধান আসামী নজরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে গোড়াই হাটুভাঙ্গা বাসস্ট্যান্ডের পূর্বপাশে সাজু ও নজরুলের মধ্যে টাকা পয়সা লেনদেন নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নজরুল ধারালো দা দিয়ে কুপিয়ে সাজুর বাম হাতের কবজি ও ডান হাতের দুইটি আঙ্গুল বিচ্ছিন্ন করে ফেলে। শুধু তাই নয়, সাজুর সারা শরীর দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে নজরুল। স্থানীয়রা গুরুতর আহত সাজুকে উদ্ধার করে প্রথমে কুমুদিনী হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান। সাজু লালমনিরহাট জেলার কালিগঞ্জ থানার নদাবাস গ্রামের আফজাল দেওয়ানের ছেলে।

এদিকে ঘটনার মূল আসামী নজরুলকে এলাকার লোকজন আটক করে পুলিশে সপোর্দ করেছে। নজরুলের বাড়ি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারিন্দার মালতি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। সাজু এবং নজরুল উভয়ে দক্ষিণ নাজির পাড়া গ্রামে ভাড়া বাসায় বসবাস করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা দেওহাটা পুলিশ ফাঁড়ির এস আই আলমগীর হোসেন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দেশীয় অস্ত্র দা দিয়ে মারাত্মক জখমের ঘটনা ঘটেছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলমান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল