• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে ছাত্রী উত্ত্যক্তের দায়ে প্রধান শিক্ষকের কারাদন্ড

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলের সখীপুরে নিজ প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে জয়নাল আবেদীন নামের এক প্রধান শিক্ষককে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৪ আগস্ট) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম এ দন্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত জয়নাল আবেদীন উপজেলার জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককের দায়িত্ব পালন করছিলেন। তিনি উপজেলার সাড়াশিয়া গ্রামের মর্তুজ আলীর ছেলে।
জানা যায়, জামাল হাটকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনের বিরুদ্ধে তারই প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে নানা সময় উত্ত্যক্ত করার অভিযোগ ওঠে আসছিল। বিষয়টির প্রতিকার চেয়ে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক রেকেকা আক্তার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করলে সোমবার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ওই শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম বলেন, ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ওই স্কুলের প্রধান শিক্ষক জয়নাল আবেদীনকে এক মাসের কারাদÐ দেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, বিকেকে দন্ডপ্রাপ্ত শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়েছে ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল