• শুক্রবার ১০ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ০১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে জোড়া খুনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২ আগস্ট ২০২৩  

টাঙ্গাইলের সখীপুরে জোড়া খুনের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ জুলাই) সকাল ১১ টায় সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর চৌরাতা বাজারে এ মানববন্ধন করেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন,সখীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ শওকত সিকদার, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, জেলা পরিষদের সাবেক সদস্য গোলাম কিবরিয়া বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম কাজী বাদল,সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব, কাকড়াজান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন ও কাকড়াজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ,আঃ খালেক মাস্টার,আবু আক্কাস প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নিভৃত পল্লীতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হওয়া চাচা মজনু মিয়া (৫০) ও ভাতিজা শাহজালাল (৩৫) হত্যাকারীদের অতিদ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় এলাকার বীরমুক্তিযোদ্ধা,বণিক সমিতির সদস্যবৃন্দ, নিহত দু’জনের পরিবারের লোকজন, ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যগণ,বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ কয়েক গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নিহত শাহজালাল সখিপুর উপজেলার হামিদ চৌরাস্তা বাজারে বিকাশ-ফেক্সিলোড ও কসমেটিক্সের ব্যবসা করতেন। ঘটনার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চাচা-ভাতিজা মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে তাদের বাড়ী হতে ৩শ গজ দূরে রাত ১১টার পর দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হত্যা কান্ডের শিকার হন। নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলটি মরদেহের পাশে পড়েছিল। বুধবার (১৯ জুলাই) রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বাঘেরবাড়ি বাংলাবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে ।
নিহত মজনু মিয়া বাঘেরবাড়ি গ্রামের নবু মিয়ার ছেলে এবং শাহজালাল তার বাতিজা আবুল হোসেনের ছেলে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল