• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে এতিম শিশুদের দুধ খাওয়ালো প্রাণি সম্পদ বিভাগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে টাঙ্গাইলে এতিম শিশুদের দুধ খাওয়ানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা প্রাণি সম্পদ বিভাগের যৌথ উদ্যোগে শহরের দিঘুলীয়া বাইতুল কুরআন মাদ্রাসা ও এতিম খানার শিশুদের দুধ খাওয়ানো হয়।
এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, জেলা ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি অফিসার ডা. আব্দুল মান্নান, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. হীরা মিয়া, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এসএম আওয়াল মিয়া, মাদ্রাসা ও এতিম খানার মহতামিম হাফেজ মাওলানা মুফতি ফজলে রাব্বী ও হাফেজ হায়দার আলীসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় ব্যক্তিবর্গ। এখানে ৮০ শিশুকে দুধ খাওয়ানো হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল