• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে তিন গরু চোরকে গণপিটুনি

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ মে ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতীতে গরু চুরির অপরাধে ৩ চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় চুরির কাজে ব্যবহৃত ট্রাকটিও ভেঙে দিয়েছে উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে কালিহাতী উপজেলা কস্তুরিপাড়া এলাকায় এঘটনা ঘটে। গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন- আবদুল্লাহ (৩০), মোখলেছুর (২৮) ও হাসান (২৭)। 
আবদুল্লাহ পাবনা জেলার সাতিয়া উপজেলার তাহের প্রমানিক ছেলে ও অপর দুই জন মোখলেছুর ও হাসানের ঠিকানা পাওয়া যায়নি।
পুলিশ ও এলাকাবাসী জানায়, পাশ্ববর্তী ঘাটাইল উপজেলা থেকে ট্রাকে তুলে  দু’টি গরু চুরি করে নিয়ে কালিহাতী উপজেলা কস্তুরিপাড়া বাজার দিয়ে যাচ্ছিলেন। এসময় গরু চুরির বিষয়টি টের পেয়ে এলাকাবাসী চিৎকার শুরু করে চোরদলকে ধাওয়া করলে ট্রাক থেকে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হয় তারা।
ট্রাকটি রাস্তা নিচে নামিয়ে দিয়ে দৌড়ে পালানোর সময় গরু চোরচক্রের তিন সদস্যকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
 কালিহাতী থানার এসআই ইমাম হোসেন জানান গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গুরুতর অবস্থায় কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল