• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে স্ত্রী ও দুই ছেলে হত্যা মামলার প্রধান আসামির আত্মসমর্পণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ মে ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রী ও দুই ছেলে হত্যা মামলায় প্রধান আসামি শাহেদ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন।

পরে দেলদুয়ার আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন আবেদন নাকচ করে কারাগারে প্রেরণ করেন।

টাঙ্গাইল কোর্ট পুলিশ ইন্সপেক্টর তানবীর আহমেদ জানান, আলোচিত এ মামলার প্রধান আসামি শাহেদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে বিচারক আরিফুল ইসলাম তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, গত শনিবার সন্ধ্যায় উপজেলার দেউলী ইউনিয়নের চকতৈল গ্রামে শাহেদের স্ত্রী মনিরা বেগম (৩০) ও তার দুই ছেলে দ্বিতীয় শ্রেণির ছাত্র মুশফিক (৮) ও মাশরাফি (২) এর লাশ পাওয়া যায়। রবিবার নিহত মনিরার মা আবেদা বেগম বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার দিন থেকেই প্রধান আসামি শাহেদসহ অন্যরা পালিয়ে যান।
এদিকে শাহেদ এলাকায় নেশাগ্রস্ত হিসেবে পরিচিত এবং চুরি করে ধরাও পড়েছে বলে এলাকাবাসী জানায়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল