• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সিএনজি শ্রমিক সংগঠনের সভাপতি ৫ দিনের জন্য বহিষ্কার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ মে ২০২৩  

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রেসক্লাব গুড়িয়ে দেওয়ার হুমকি ও সময়ের আলোর উপজেলা প্রতিনিধি আরিফুজ্জামান তপুকে ধাওয়া দেওয়ার ঘটনায় সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলামকে পাঁচ দিনের জন্য বহিষ্কার করা হয়েছে।

শনিবার উপজেলা হলরুমে সাংবাদিক সংগঠনের নেতা ও শ্রমিক সংগঠনের নেতাদের সমন্বয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে আজহারুল ইসলাম প্রেসক্লাবে হামলা, হুমকি ও সাংবাদিক তপুকে ধাওয়া দেওয়ার ঘটনার কথা স্বীকার করে নিঃশর্ত ক্ষমা চান।


সংসদ সদস্য ছোট মনিরের সভাপতিত্বে বৈটকে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন, ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মো. নাসির উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাকসহ প্রেসক্লাবের সব সদস্য ও শ্রমিক নেতারা।

সরকারি নির্দেশনা ছাড়া সিএনজি-অটোরিকশার ভাড়া বাড়ানো নিয়ে সংবাদ প্রকাশের ঘটনায় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন উপজেলা সিএনজি-অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম।

বৃহস্পতিবার বিকালে ভূঞাপুর প্রেসক্লাবের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে পাল্টা এই মিথ্যা অভিযোগ দায়ের করেন তিনি। শনিবার সভায় দুই পক্ষ থানা থেকে অভিযোগ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত ৩ মে প্রেসক্লাব গুড়িয়ে দেওয়ার হুমকি ও সাংবাদিক আরিফুজ্জামান তপুকে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল