• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ারে আন্তঃ জেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
উল্লেখ্য গত ১০এপ্রিল উপজেলার আটিয়া ইউপি’র
সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিকের একটি মোটরসাইকেল চুরি হয়। এই চুরি’র ঘটনার অভিযোগের ভিত্তিতে স্থানী বাজারের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের আওতায় এনে উন্নত তথ্য-প্রযুক্তি, বিভিন্ন সোর্স ও কৌশল ব্যবহার করে গাজিপুরের জয়দেবপুর উপজেলার সালনা এলাকা থেকে ৪ চোর সদস্যকে গ্রেফতারসহ চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আন্তঃজেলা চোর চক্রের সদস্য ক্রমান্বয়ে, ১. সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার কুরকি গ্রামের মজিবর আলীর ছেলে মোঃ রফিকুল ইসলাম সিকদার ওরফে সোহেল (৪০), ২. একই এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ রমজান আলী ওরফে রাসেল (৩৬), ৩. রাজবাড়ী জেলার পাংশা উপজেলার রুপিয়াট গ্রামের মোঃ জব্বার মন্ডলের ছেলে আব্দুস সালাম (২২) ও ৪. সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলার লতারগাও গ্রামের মোঃ জাহেদ আলীর ছেলে মোঃ সেলিম (৩১)।
দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা জানান, ১০ মার্চ আটিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিকের ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি হয়। ওই সময়কার সিসিটিভি ফুটেজ নিয়ে আসামিদের স্থানীয় এক এজেন্টকে সনাক্ত করা হয়,পরে তার দেয়া তথ্যমতে শুক্রবার গাজিপুর জেলার জয়দেবপুর উপজেলার সালনা এলাকা থেকে চুরি যাওয়া মোটর সাইকেলটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের নিয়মিত মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল