• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ধনবাড়ীতে অন্ত:সত্ত্বা গৃহবধূর মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৩  

টাঙ্গাইলের ধনবাড়ীতে গলায় ওড়না পেঁচিয়ে এক অন্ত:সত্ত্বা গৃহবধূ আত্মহত্যা করেছে। নিহত ওই গৃহবধূর নাম শারমিন আক্তার তৃপ্তি (২১)।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বীরতারা ইউনিয়নের কাঁঠালিয়া বাড়ি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আব্দুস ছালাম (তুলা)’র মেয়ে।


নিহতের মা সেলিনা বেগম ও নানা সাবেক ইউপি সদস্য আব্দুল খালেক বলেন, তৃপ্তি বছর খানেক আগে পার্শ্ববর্তী জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের গজারিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নয়ন মিয়া (২২) সাথে প্রেমের সম্পের্কে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য তৃপ্তিকে চাপ দিত নয়ন ও তাঁর পরিবার। বেশ কয়েকবার নয়নকে টাকায় দেয়া হয়। অর্থলোভী নয়নের টাকার চাহিদা না মেটায় তৃপ্তিকে শারীরিক নির্য়াতন করে ১৮ দিন আগে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। বৃহস্পতিবার তৃপ্তিকে মোবাইলে টাকার জন্য আবারর চাপ দেয়। এ কারণে তৃপ্তি ঘরের আড়ের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তৃপ্তি চার মাসের অন্ত:সত্ত্বা ছিল। তৃপ্তি মারা যাওয়ার বিষয়ে নয়নের পরিবারকে জানানো হলে তাঁরা কোনো গুরুত্ব দেননি।

তৃপ্তির স্বামী নয়নের ব্যবহৃত ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে নয়নে চাচা বলেন, ‘এ ঘটনায় বীরতারার চেয়ারম্যান আল ফরিদের সাথে আলোচনা হয়েছে। ওই চেয়ারম্যান মীমাংসা করে দিবেন বলে তিনি জানান’

বীরতারা ইউপি চেয়ারম্যান আল ফরিদ বলেন, ‘মেয়েটিকে টাকার জন্য স্বামী নয়ন ও তাঁর পরিবার চাপ দিত বলে জেনেছি। অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।’

ধনবাড়ী থানার ওসি এইচএম জসিম উদ্দিন এ ঘটনা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘আজ শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল