• মঙ্গলবার ০৭ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরে দ্রব্যমূল্য ও যানজট নিরসনে মোবাইল কোর্ট

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

টাঙ্গাইলের নাগরপুরে রমজান মাসে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ও যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার সদরের কাঁচাবাজার ও তালতলা বেবিস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।


এসময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হোসেনসহ আইনশৃংখলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান জানান, রমজানে খাদ্যদ্রব্যের মূল্য বেশি রাখা ও মূল্য তালিকা টানানো না থাকায় দুই দোকানদারকে ২ হাজার টাকা এবং ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন বিহীনসহ অবৈধভাবে গাড়ি পার্কিং করার দায়ে ১ হাজার ৪ শত টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল