• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাসাইলে জমকালো আয়োজনে প্রাথমিক শিক্ষক সমিতির পরিচিতি সভা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

টাঙ্গাইলের বাসাইলে জমকালো আয়োজনের মধ্যদিয়ে প্রাথমিক শিক্ষক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি, নবনিযুক্ত শিক্ষকদের বরণ, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়, কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়ছে।

শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী বাসাইল উপজেলা কেন্দ্রীয় খেলার মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  শিক্ষকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মিলন মেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের।


অনুষ্ঠানের উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব আমিন শরীফ সুপন।

প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক প্রক্টর অধ্যাপক ড.কে এম সাইফুল ইসলাম।
বিশেষ আলোচক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা  আব্দুর রহিম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুন্নাহার রিতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, সাধারণ সম্পাদক মির্জা রাজিক, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার মোহাম্মদ আরিফুজ্জামান ফারুক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল, বাসাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল সহ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনির খান ইমন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল