• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে ৬ জুয়াড়ি আটক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ারের মুশুরিয়া গ্রাম থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

বুধবার গভীর রাত ২টার দিকে এলাসিন ইউনিয়নের মুশুরিয়া উত্তরপাড়া গ্রামের মো. মনিরুজ্জামান মনিরের বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটক ৬ জুয়াড়িই মুশুরিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তারা হলেন, নাজিমুদ্দিনের ছেলে মো. হাসান মিয়া (৩২), মৃত ফরহাদ আলীর ছেলে মনিরুজ্জামান মনির (৪৫), মৃত রহমত আলীর ছেলে মো. আয়নাল হক (৪৫), মোঃ মহিরুদ্দিনের ছেলে মো. আসলাম মিয়া (২২), আতাবার হোসেনের ছেলে মোঃ মারুফ হোসেন (২২) ও মোঃ খোরশেদ আলমের ছেলে নুরে আলম সবুজ (৪০)।


দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৩৯ হাজার ৮শ’ নগদ টাকা ও ৪ বান্ডিল তাস উদ্ধার করা হয়েছে। নিয়মিত মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল