• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে নবাগত জেলা প্রশাসককে নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৪ মার্চ ২০২৩  

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায়  বীর মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকমর্তা/কর্মচারী জনপ্রতিনিধি,সাংবাদিকবৃন্দ সুধী সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ,শিক্ষক/ছাত্রছাত্রী ব্যবসায়ী সহ সমাজের বিভিন্নন পেশার কর্মচারীদের নিয়ে টাঙ্গাইলের জেলা প্রশাসক সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

১৪ মার্চ (মঙ্গলবার) উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলার নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, উপজেলা চেয়ারম্যান শহিদুল ঘাটাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইমলাম লেবু, পৌর মেয়র আব্দুর রশিদ মিয়া, ঘাটাইল উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ তোফাজ্জল হোসেন জিবিজি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ শামসুল আলম মনি, লেখক গবেষক সাংবাদিক জুলফিকার হায়দার, উপজেলা স্বাস্থ্য(পঃপঃ)কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুর রহমান খান, টাঙ্গাইল এমসিকম গোপনীয় সহকারী কর্মকর্তা দ্বীপ ভৌমিক মহিলা ভাইস চেয়ার শাহিনা সুলতানা শিল্পি জামুরিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম খান হেষ্টিং, ঘাটাইল উপজেলা, আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রহিম মিয়া. ঘাটাইল প্রেস ক্লাবের সভাপতি খান ফজলুর রহমান, ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অটিষ্টিক শিশুদের হাতে টিফিন বক্স ও ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির লোক জনের হাতে অনুদানের চেক তুলে দেন।

বিকেলে সন্ধানপুর ইউনিয়নে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিশেষ  এলাকার জন্য উন্নয়ন সহয়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল  বিতরণ করা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল