• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে চুরি করা গরু ৫ মাসপর বাছুরসহ ফেরত!

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ মার্চ ২০২৩  

চুরি করা গরু বাছুরসহ প্রায় ৫ মাসপর ফেরত দিয়েছে চোর। এমনি এক ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মধুপুর উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের মহন গ্রামে। গরুর মালিক ওই গ্রামের মৃত মসলিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী। তিনি নরসিংদী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত।

রবিবার (১২ মার্চ) ভোরে তার বাড়ির পেছনে একটি গাছে কালো রঙের ওই গাভী ও তার ২ মাস বয়সী বাছুর বেঁধে রাখা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। শনিবার (১১ মার্চ) রাতের কোনো এক সময়ে চোরচক্র বাড়ির পেছনে বেঁধে গেছে বলে ধারণা করা হচ্ছে।


শাহজাহানের ছেলে সাব্বির জানায়, প্রায় পাঁচ মাস আগে শুক্রবার জুমা নামাজের সময় অথবা পরে বাড়ির পাশে বেঁধে রাখা গরুটি চুরি হয়ে যায়। সে সময় গরুটি পাঁচ মাসের গর্ভবতী ছিল। প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গরুটি কেনা হয়েছিল।


গরুটি হারিয়ে গেলে বাজার ও গ্রামে গ্রামে খোঁজ করা হয়। অনেক দিন খোঁজ করে এবং অর্থ ব্যয় করেও গরুটির খোঁজ মেলেনি। পাঁচ মাসপর বাছুরসহ গরু পাওয়ায় আমরা অনেক খুশি। আশপাশের লোকজন অবাক ও উচ্ছ্বসিত। গাভী ও বাছুরটি দেখতে অনেকে বাড়ি ভিড় জমাচ্ছেন।


গরুর মালিক শাহজাহান জানান, গরুটি না পেয়ে প্রতি ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে গরু ও বাছুরটির নিরাপত্তার জন্য দোয়া করি। আজ সকালে ছেলে মোবাইলে ঘটনাটি জানায়। এমন খবর পেয়ে এখন বাড়ি ফিরছি।


এ ঘটনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) জানান, চুরি হওয়া গাভী গরুটি পাঁচ মাসপর বাছুরসহ ফেরত দেওয়া বিষয়টির ব্যাপারে অবগত নই। গরুর মালিক অভিযোগ করেছিল কি-না দেখতে হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল