• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি-সম্পাদকের সাথে বাপসার শুভেচ্ছা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলার সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় নবনির্বাচিত সভাপতি মো. সোহরাব আলী। সোমবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এসএম আওয়াল মিয়া, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি সোহেলুর রহমান সোহেল, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, সহ-সভাপতি উত্তম কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক মো. খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুজন প্রমুখ।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ঢাকা জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির নির্বাচনে মো. সোহরাব আলী সভাপতি নির্বাচিত হন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল