• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মির্জাপুরে মসজিদের ঈমামকে মারধরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের মির্জাপুরে হাতকুড়া জামে মসজিদের ঈমাম সাইফুল ইসলামকে মারধরের ঘটনায় প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার কুরনি জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আমরা মির্জাপুরবাসীর আয়োজনে মুসুল্লিরা এই প্রতিবাদ সমাবেশ করেন।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সুপার শামসুদ্দিন শাহনুর। অন্যদের মধ্যে বক্তৃতা করেন টাঙ্গাইলের কেন্দ্রিয় দারুল ইফতা মুফতী আব্দুর রহমান, টাঙ্গাইলের সাবালিয়া ইসলামীয়া মাদ্রাসার সুপার মুফতী এরশাদুল ইসলাম আলমগীর, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট জামে মসজিদের খতিব মুফতী নুর মোহাম্মদ,সাবালিয়া ছওতুল হেরার অধ্যক্ষ মাওলানা জাকির হোসাইন, হাফসা মহিলা মাদ্রাসার সাইখুল হাদিস মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ধল্যা মাদ্রাসার সুপার মাওলানা শামসুদ্দিন, টাঙ্গাইল আশেকপুর ফারুকীয়া মাদ্রাসার দায়িত্বপ্রপ্ত মুফতী ইলিয়াস হাকিম, হাতকৃড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেন এবং মারধরের ঘটনায় আহত ঈমাম সাইফুল ইসলাম প্রমুখ।


বক্তার বলেন মসজিদের বিভিন্ন বিষয় নিয়ে কমিটির সাথে বিরোধের জের ধরে গত ১৮ জানুয়ারী হাতকুড়া গ্রামের মৃত আব্দুল লতিফের দুই ছেলে আসাদুজ্জামান আসাদ ও আশরাফুল ইসলাম কদম আলী ঈমাম সাইফুল ইসলামের ওপর চরাও হয়। একপর্যায় তারা ঈমামকে বেধরক মারফিট করে দাড়ি টেনে ছিড়ে। এই ঘটনায় মির্জাপুর থানায় মামলা হওয়ার ১৫ দিনেও আসামী গ্রেপ্তার না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং ২৪ ঘন্টার মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশের শেষ পর্যায় সেখানে উপস্থিত হন মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, এসআই মোশারফ হোসেন, এসআই আবু সাঈদ। আগামী দুইদিনের মধ্যে আসামী আসাদ ও কদম আলীকে গ্রেপ্তাররের আশ্বাস দিলে প্রতিবাদকারী মুসুল্লিরা তাদের কর্মসূচী সমাপ্ত করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল