• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের কালিহাতীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সহযোগিতায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং লাইব্রেরির দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষকদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কবীর কর্মশালার বিষয়বস্তু এবং উদ্দেশ্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন।
 

এসময় উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক জহুরুল হক বুলবুল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল ছালেক প্রমুখ।
 

বক্তারা বিশ্বসাহিত্য কেন্দ্রের ভূমিকা এবং উদ্দেশ্য তুলে ধরে দেশ গঠনে শিক্ষার্থীরা কিভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে কথা বলেন।  এছাড়াও বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারনে দীর্ঘদীন সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যে সকল শিক্ষার্থী ছিটকে পড়েছে তাদের দ্রুত ফেরানো সহ শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়া গুরুত্ব নিয়ে আলোচনা সভা, বির্তক প্রতিযোগীতা, দেয়াল পত্রিকা তৈরী ইত্যাদি আয়োজন করার পরামর্শ প্রদান করেন। সাথে সাথে পাঠ্যবইয়ের পাশাপাশি পাঠ্যবই বহির্ভূত বই পড়ার গুরুত্ব তুলে ধরেন। এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান বিশ্বসাহিত্য কেন্দ্রকে সাথে নিয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র মত এমন মহৎ উদ্দোগ গ্রহণ করার জন্য ।
 

এসময় অন্যান্যের মধ্যে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির টিম ম্যানেজার পার্থ প্রতিম মজুমদার, ডেপুটি টিম লিডার (প্রোগ্রাম) মেজবাহ উদ্দিন আহমদ সুমনসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল