• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা ম্যাজিস্ট্রেট

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

ভূমিহীন ও গৃহহীন পরিবারের বাসস্থান নিশ্চিতকল্পে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নির্মিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহনির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আইরিন আক্তার।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে এলেঙ্গা পৌরসভায় ৪র্থ পর্যায়ের আশ্রয়ণ প্রকল্পের গৃহনির্মাণ অগ্রগতি পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেহাব উদ্দিন প্রমুখ।
এসময় গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করে কাজের গুণগত মান নিয়ে অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট আইরিন আক্তার সন্তোষ প্রকাশ করেন। এছাড়াও এই কাজের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখ্য, এলেঙ্গা পৌরসভার এলেঙ্গা ও পৌলীতে তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট ৩৪টি ঘরের কাজ সম্পন্ন হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল