• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে পাগলা মহিষের আক্রমনে আহত আ’লীগ নেতাসহ দুইজনের মৃত্যু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে রোববার (২২ জানুয়ারি) পাগলা মহিষের আক্রমনে আহত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসমত আলী খান এবং একই এলাকার কিতাব আলীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
সোমবার রাত পৌনে নয়টার দিকে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী ও রাত সাড়ে নয়টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়।
এর আগে রোববার (২২ জানুয়ারি) সকালে একটি পাগলা মহিষের আক্রমনে হাজেরা বেগমের মৃত্যু হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, ২২ জানুয়ারি সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে জনসাধারণের উপর পাগলা মহিষটি আক্রমন করে। এসময় মহিষটির আক্রমনের স্বীকার হয়ে অন্তত ২৫জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওইদিনই বিকেল তিনটার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় আহতদের মধ্যে সোমবার রাতে হাসমত আলী এবং কিতাব আলী মারা যান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল