• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

দেলদুয়ারে ৩৬ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ উৎসব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

টাঙ্গাইলের দেলদুয়ারে ইংরেজী নতুন বছরের প্রথম দিনে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল পাঠ্য বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন স্ব স্ব বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণসহ সহকারী শিক্ষক মন্ডলি। সকাল সাড়ে ১০ টায় জানমাহমুদাবাদ বিদ্যাধাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বকর খান তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন। তিনি বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে আমরা উদ্বেলিত ও আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

নতুন বই হাতে পেয়ে ওই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মিম আক্তার জানায়, নতুন বইয়ের ঘ্রানে তারা আনন্দে আত্মহাড়া।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুল আহসান বলেন, ইংরেজী বছরের প্রথম দিনে উপজেলার ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম অনুযায়ী সুশৃঙ্খল পরিবেশে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল