• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৪ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাগরপুরের সূর্য আইডিয়াল স্কুলে বই বিতরণ অনুষ্ঠান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী নতুন বছরের প্রথম দিনই নতুন শিক্ষাবর্ষে সকল ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হচ্ছে।

এই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুল এর চারটি শাখা যথাক্রমে দুয়াজানি- প্রধান কার্যালয়, কাঠুরি শাখা, খোরশেদ মার্কেট শাখা এবং নতুন শাখা বনগ্রামে একযোগে নতুন শিক্ষাবর্ষ’২৩ এর সকল ছাত্রছাত্রীদের হাতে সরকার কর্তৃক প্রদত্ত পাঠ্য বই তুলে দেওয়া হয়।

সেই সাথে বিদ্যালয় থেকে নতুন বর্ষের শুভেচ্ছাস্বরূপ ২০২৩ সালের ক্যালেন্ডারও ছাত্রছাত্রীদেরকে দেওয়া হয়।

উক্ত বই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উদীয়মান তরুণ শিক্ষক নেতা, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস.- রাষ্ট্রবিজ্ঞান)

এ বিষয়ে তার সঙ্গে গণমাধ্যমের সংক্ষিপ্ত কথা হয়।

তিনি গণমাধ্যমকে জানান- সরকারি নির্দেশনা অনুযায়ী বছরের প্রথম দিনে আমরা ছাত্রছাত্রীদেরকে সরকার কর্তৃক যতগুলো বই আমাদেরকে প্রদান করেছেন তা দিতে পেরেছি।

আমি সূর্য শিক্ষা পরিবার, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির পক্ষ হতে সরকারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এই জন‍্য আমাদের কিন্ডারগার্টেন স্কুলকে পাঠ্যপুস্তক দিয়ে সহায়তা প্রদান করে শিক্ষা ক্ষেত্রে সামনের দিকে এগিয়ে নিয়ে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য সুযোগ করে দিয়েছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল