• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতির বিটেকে দেওয়ালী উৎসব উদযাপন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২২  

টাঙ্গাইলের কালিহাতিতে অবস্থিত বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ (বিটেক) এ গতকাল মহাধুমধামের সাথে উদযাপিত হয়েছে দেওয়ালী উৎসব। 

বিটেক সনাতন সংঘের আয়োজনে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা ২য় বারের মতো বিটেক ক্যাম্পাসে এই আয়োজন করেন। বিটেক অডিটোরিয়ামে প্রায় এক হাজার প্রদীপ দ্বারা সাজানো হয়।

দেওয়ালীতে প্রথমবারের মতো আতশবাজি ফুটিয়ে বিটেকের ছয়দফার আকাশ আলোকিত করার এক নতুন চমক আনা হয়েছিল। 

এছাড়া শিক্ষার্থীরা সমবেতভাবে ধর্মীয় সংগীত, ভজন-কীর্তন ও ভগবান দামোদরকে প্রদীপ নিবেদনের মাধ্যমে সকল জীবের শান্তি ও মঙ্গল কামনা করেন। 

ধর্মীয় সম্প্রীতি ও সহিষ্ণুতা বজায় রেখে বিটেকে প্রতিবছর দেওয়ালী, সরস্বতী পূজা ও সনাতন ধর্মীয় সেমিনারে সকল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। 

বিটেকের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোঃ বখতিয়ার হোসেন ও রেজিস্ট্রার এ.এস.এম জুনাইদ হাসানের সার্বিক সহযোগিতায় এমন জমকালো আয়োজন করতে পেরে, শিক্ষার্থীরা তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল