• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সখীপুরে জাপার বহিষ্কৃত নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২  

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় পার্টির উপজেলা শাখার আহবায়ককে প্রাণনাশের হুমকি দেওয়ায় ওই দলের কেন্দ্রীয় কমিটির বহিস্কৃত নেতার বিরুদ্ধে লিখিত অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় কমিটির বহিস্কৃত নেতা কাজী আশরাফ সিদ্দিকী মুঠোফোনে উপজেলা কমিটির আহবায়ক আবদুস সামাদ সিকদারকে ১৪ জুলাই সাবেক রাষ্ট্রপ্রতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যু দিবস পালন করলে হাত পা ভেঙে ফেলার এবং তার ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে তিনি ওই দিনই সখীপুর থানায় কাজী আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সামাদ সিকদার।
 
সখীপুর উপজেলা শাখার আহবায়ক আবদুস সামাদ সিকদার বলেন, ১৪ জুলাই বৃহস্পতিবার সাবেক রাষ্ট্রপ্রতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যু দিবস পালনকে কেন্দ্র করে আমার মুঠোফোনে কাজী আশরাফ সিদ্দিকী প্রাণনাশের হুমকি দিলে আমি তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছি।
 
টাঙ্গাইল জেলা শাখার সদস্য সচিব এডভোকেট আবদুস সালাম চাকলাদার মামলার বিষয়ে অবগত আছেন স্বীকার করে বলেন দলীয় শৃঙ্খলা ভংগের দায়ে দেড় বছর আগেই কাজী আশরাফ সিদ্দিকীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সখীপুর থানা ওসি (তদন্ত) রুহুল আমিন বলেন, লিখিত অভিযাগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল