• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে মদ ও হেরোইনসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৫ মে ২০২২  

টাঙ্গাইল পৌর শহরের কান্দাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়ছেন।

এছাড়াও একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন বালুকোল এলাকায় অভিযান পরিচালনা করে ১২৮ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের কান্দাপাড়া বেবী স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন- পৗর শহরের পূর্ব আদালত পাড়া এলাকার হাসমত আলীর ছেলে মেহের আলী (৪৪), একই এলাকার মৃত সাকুমুদ্দিনের ছেলে জুলহাস মিয়া (৫০)। অপরদিকে পৃথক একটি অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন বালুকোল এলাকা থেকে এক মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১২৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃত হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার অভয়া এলাকার আশরাফুল হকের ছেলে মো: মানিক আলী (২৯)। আটককৃতরা জানায়, তারা মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ ও হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক সিরাজগঞ্জ, টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিল।

পরে আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় এবং সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল