• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে বিনামূল্যে ভ্রাম্যমান থেরাপী ক্যাম্পেইন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০২২  

টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়নে ফতেপুর এলাকায় বিনামূল্যে ভ্রাম্যমান থেরাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে দাইন্যা ইউনিয়নে ফতেপুর তহশীল অফিস মাঠ প্রাঙ্গনে টাঙ্গাইল প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সার্বিক সহযোগীতায় ও টাঙ্গাইল উদ্যমশীল যুব সংস্থা এবং রান ডেভেলপমেন্ড ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফজাল হোসেন। বিনামূল্যে ভ্রাম্যমান থেরাপী ক্যাম্পেইন অনুষ্ঠানটি উদ্বোধন করেন সরকারি শেখ ফজিলাতুন নেছা মুজিব মহিলা কলেজের প্রভাষক মো. আসাদুজ্জামান পারভেজ।
 
অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা দাইন্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সভাপতি মাসুদ পারভেজ তারার সভাপতিত্বে ও টাঙ্গাইল উদ্যমশীল যুব সংস্থা (ইউজেএস) এর নির্বাহী পরিচালক নূর আলম সিদ্দিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডা. মো. হাসান আলী, রান ডেভেলপমেন্ড ফতেপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনিয়া তাসরিন, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বিদ্যুৎ সরকার, মো. বুলবুল হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডা. মো. রেজাউল করিম প্রমুখ। ক্যাম্পেইনে ১৩০জনকে বিনামূল্যে ভ্রাম্যমান থেরাপী দেয়া হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল