• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

গোপালপুরে ৫ ইউপিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিজয়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২২  


টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় অনুুষ্ঠিত ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব কয়টিতেই আওয়ামী লীগের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি) রাতে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন।

মির্জাপুর ইউনিয়ন- এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পান ১৩ হাজার ৭৯৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আবু ফারুক মিঞা (আনারস) পান ভোট ২ হাজার ২৬২ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২৪ হাজার ২২৬ জন।

ধোপাকান্দি ইউনিয়ন- এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী সিরাজুল ইসলাম (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি পান ৬ হাজার ২৯৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাই (আনারস) পান ৫ হাজার ৫৩ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৭৫০ জন।

নগদাশিমলা ইউনিয়ন- এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হোসেন আলী (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি পান ৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা (আনারস) পান ৭ হাজার ১৭৫ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৭৫০ জন।

হাদিরা ইউনিয়ন- এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বিলকিস জাহান (নৌকা) ৬ হাজার ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটকম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সেলিম আজাদ (আনারস) পান ৪ হাজার ৭৮২ ভোট। আলমগীর (ঘোড়া) পেয়েছেন ৩ হাজার ৪৬৯ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ২৬ হাজার ৫৬০ জন।

আলমনগর ইউনিয়ন- এ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল মোমেন (নৌকা) বিজয়ী হয়েছেন। তিনি পান ৬ হাজার ৬৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ এহসানুল হক চৌধুরী (চশমা) পান ২ হাজার ৭১৩ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার ১৮ হাজার ৫৫৪ জন।

এর আগে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে ৬ষ্ঠ ধাপে গোপালপুর উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময় থাকলেও ইভিএমের কারণে কিছু কিছু কেন্দ্রে দেরিতে ভোট গ্রহণ শেষ হয়। নির্বাচনে ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এছাড়া সাধারণ সদস্য পদে ১৫৪ জন এবং সংরক্ষিত পদে ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৫০টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ ছিলো। নির্বাচনে ৩ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে।

এ ব্যাপারে টাঙ্গাইল জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পর্যান্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল