• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

“বেশী বেশী মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” প্রতিপাদ্যে কালিহাতীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ শুরু হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাছির উদ্দীনের সভাপতিত্বে ও অফিস সহকারী মিনহাজ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা তানজিন অন্তরা।

স্বাগত বক্তব্য রাখেন সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) মো. রব্বেল হোসেন ।

এতে আরো বক্তব্য রাখেন কালিহাতী প্রেসক্লাব সভাপতি শাহ আলম, সহ-সভাপতি সমকাল প্রতিনিধি মীর আনোয়ার হোসেন, যুগান্তর প্রতিনিধি তারেক আহমেদ, সাধারণ সম্পাদক দাস পবিত্র, যুগ্ম-সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক মনির হোসেন, সাবেক সভাপতি দুলাল হোসেন রানা, সাবেক কোষাধ্যক্ষ ও আজকের পত্রিকা প্রতিনিধি মু. মুনসুর হেলাল, সবুজ সরকার, লতিফ তালুকদার ও নূর নবী রবিন প্রমুখ।

সভায় ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গৃহীত কর্মসূচি এবং উপজেলার মৎস্য উৎপাদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। জানানো হয় এবছর উপজেলায় ১১ হাজার ৪শত ১০.৮৯ মেট্রিকটন চাহিদার বিপরীতে ১২ হাজার ৫৬.১৪ মেট্রিকটন বিভিন্ন প্রজাতির মাছ উৎপাদন হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল