• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ২ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঘাটাইলে মাস্ক না পরায় ১ জনের কারাদন্ড ও১২ জনকে জরিমানা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  

করোনার বিস্তার রোধে মাস্ক না পরা ও সরকারি স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে টাঙ্গাইলের ঘাটাইলে মো. রুবেল হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া লকডাউন অবস্থায় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ১২ জনকে ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বিকেলে ঘাটাইল বাজার, টিলা বাজার ও ঝড়কা বাজারে অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।

জানা যায়, বিকেলে ঘাটাইল ইউএনও কার্যালয়ে রুবেল নামে এক ব্যক্তি মাস্ক না পরে প্রবেশ করতে চাইলে কর্তব্যরত গেটকিপার তাকে বাধা দেন। প্রবেশে বাধা দেওয়ায় তিনি গেটকিপারের সঙ্গে অসৎ আচরণ করে কার্যালয়ে জোর করে প্রবেশ করেন। 

পরে মাস্ক না পড়ে কার্যালয়ে প্রবেশ করার অপরাধে রুবেলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিবার্হী ম্যাজিস্ট্রেট তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। 

রুবেল একই উপজেলার গুণগ্রামের বাসিন্দা।

এছাড়াও বিকেলে ঘাটাইল, ঝড়কা ও টিলা বাজারে অভিযান চালিয়ে সরকারি বিধি নিষেধ না মেনে দোকান খোলা রাখার দায়ে ১২ জন ব্যবসায়ীকে ৩০ হাজার ৬০০ টাকা জরিমানা করেন অঞ্জন কুমার সরকার।

ইউএনও অঞ্জন কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল