• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

টাঙ্গাইলে নতুন এমপিও ভুক্তি হলো যেসব শিক্ষা প্রতিষ্ঠান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৯  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির (মান্থলি পেমেন্ট অর্ডার) ঘোষণা দিয়ে এর নীতিমালা যথাযথভাবে মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নীতিমালা করে সেটা যাচাই-বাছাই করেই তালিকাটা প্রণয়ন করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী সব নির্দেশনা পূরণ করতে যারা পেরেছেন তাদেরকেই এমপিওভুক্ত করা হয়েছে। কাজেই এটা ধরে রাখতে হবে। কেউ যদি এটা ধরে রাখতে ব্যর্থ হয়, সঙ্গে সঙ্গে তার এমপিওভুক্তি বাতিল করা হবে। কারণ এমপিওভুক্তি হয়ে গেছে, বেতন তো পাবই, ক্লাস করানোর দরকার কি, পড়ানোর দরকার কি- এ চিন্তা করলে কিন্তু চলবে না।

বুধবার (২৩ অক্টোবর) তার সরকারী বাসভবন গণভবনে নতুন করে এমপিওর তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি সাফ জানিয়ে দেন, যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলো, চাহিদা অনুযায়ী তাদের নির্দেশনাগুলো মানতেই হবে। তা না হলে এই সুবিধা বাতিল করা হবে। প্রধানমন্ত্রী বুধবার (২৩ অক্টোবর) ঘোষণা দিলেও এমপিওভুক্তির সিদ্ধান্ত কার্যকর হবে গত জুলাই মাস থেকে। সাড়ে ৯ বছর পর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হলো।

এদিকে টাঙ্গাইল জেলার মোট ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানকে এবার এমপিও ভুক্তি করা হয়েছে। নতুন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে টাঙ্গাইলের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৭টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৩১টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ২টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৬টি প্রতিষ্ঠান রয়েছে।

টাঙ্গাইল জেলায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যালয় ও কলেজ ছাড়াও মাদ্ররাসা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দাখিল ৫টি, আলিম ২টি, ফাজিল ৩টি প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও জেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কৃষি ৩টি, ভোকেশনাল ১১টি এবং এইচএসসি (বিএম) ১১টি প্রতিষ্ঠান রয়েছে।

জানা যায়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৭টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো (৬ষ্ঠ-৮ম) হলো- মধুপুরের ভবানী টেকি হাই স্কুল, ঘাটাইলের এমএ সাত্তার খান মডেল স্কুল, কালিহাতীর কস্তরি পাড়া আর্দশ গালর্স হাই স্কুল, মরিয়ম স্মৃতি হাই স্কুল, নাগরপুরের বেকড়া বিষেস্বর মেমোরিয়াল হাই স্কুল, মির্জাপুরের ড. আইশা রেজিয়া খন্দকার স্কুল এন্ড কলেজ, সখীপুরের দিন দানিয়া চ্যাটাচোয়ান পাবলিক জে আর স্কুল।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩১টি মাধ্যমিক বিদ্যালয়গুলো (৬ষ্ঠ-১০ম) হলো- ধনবাড়ীর মমিনপুর পীরগাছা আইডিয়াল হাই স্কুল, ধোপাখালী হাই স্কুল, মধুপুরের ইদিলপুর হাই স্কুল, সুনামগঞ্জ গাড়োবাজার পাবলিক হাই স্কুল, ধলপুর হাই স্কুল, কুড়ালিয়া বি কে হাই স্কুল, ভুঞাপুরের বদর শিমুল হাই স্কুল, ঘাটাইলের সাট সাঙ্গা টাপোবান হাই স্কুল, সালিয়া বাহা চৌরাস্তা পাবলিক হাই স্কুল, আটহাইল শিমুল হাই স্কুল, শওকত আলী ভূইয়া হাই স্কুল, শেখ ফজিলাতুনেছা হাই স্কুল, ভাষাবিদ হাই স্কুল, কালিহাতীর শহীদ আবুল কালাম আজাদ হাই স্কুল, আনোয়ারা হাসেম মেমোরিয়াল হাই স্কুল, ফেরদৌস আলম ফিরোজ হাই স্কুল, হাজী নয়াব আলী হাই স্কুল, টাঙ্গাইল সদরের হাজী আবুল হোসেন আর্দশ হাই স্কুল, আহসান উল্লাহ হাই স্কুল, নাগরপুরের ড. এম এ রেজা হাই স্কুল, মাহমুদনগর হাই স্কুল, মির্জাপুরের হিলারা আদাবাড়ী এরশাদ আলী হাই স্কুল, মাছদাই হাই স্কুল, সিয়াম একাডেমি, সাওয়ারী ভাটকুড়া এম কে বি গালর্স হাই স্কুল, সার বেটিল উচ্চ বিদ্যালয়, বন্ধ্যা কাউলজানী খাদেম আলী জুনিয়র স্কুল, বাসাইলের পেড়বা পৌলি উচ্চ বিদ্যালয়, সখীপুরের বিএফ শাহীন স্কুল এন্ড কলেজ, বিটুয়া হাই স্কুল, নকশালা জমির উদ্দিন হাই স্কুল।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (একাদশ থেকে দ্বাদশ) হলো- টাঙ্গাইল সদরের আবেদা খানম গালর্স হাই স্কুল এন্ড কলেজ, সখীপুরের বিএফ শাহীন স্কুল এন্ড কলেজ।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৬টি কলেজগুলো (একাদশ থেকে দ্বাদশ) হলো- মধুপুরের শোলাকুড়ি কলেজ, ঘাটাইলের ধলাপাড়া কলেজ, সাগরদিঘী ডিগ্রি কলেজ, কালিহাতীর শহীদ শাহেদ হাজারী কলেজ, লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজ, মির্জাপুরের রাজাবাড়ী কলেজ।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫টি (দাখিল) মাদ্রাসাগুলো হলো- ঘাটাইলের মূলবাড়ী দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা, আমুয়াবাইদ আজাদিয়া দাখিল মাদ্রসা, কালিহাতীর বিয়ারা মারুয়া দাখিল মাদ্রাসা, টাঙ্গাইল সদরের ফতেপুর আহমদিয়া দাখিল মাদ্রাসা, বাসাইলের মুজিব হাবিব ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ২টি (আলিম) মাদ্রাসা হলো- ঘাটাইলের আব্দুল মজিদ ভূইয়া মহিলা আলিম মাদ্রাসা, নাগরপুরের নাগরপুর থানা কেন্দ্রীয় ইসলামিয়া আলিম মাদ্রাসা।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩টি (ফাজিল) মাদ্রাসা হলো- মধুপুরের মধুপুর আর্দশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ভুঞাপুরের ভুঞাপুর ফাজিল মাদ্রাসা, সখীপুরের প্রতিমা বংকী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কারিগরি শিক্ষা র্বোডের ১১টি এইচএসসি (বিএম) কলেজগুলো হলো- ধনবাড়ীর পঞ্চপটল ডিগ্রি কলেজ, নরিল্লা কলেজ, ধোপাখালী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মধুপুরের মধুপুর মডেল টেকনিক্যাল ইনস্টিটিউট, গোপালপুরের খন্দকার আসাদুজ্জামান একাডেমী, কালিহাতীর হাজী শমশের আলী কারিগরি স্কুল ও বিএম কলেজ, প্রিন্সিপাল জাহাঙ্গীর আলম বিএম কলেজ, এলেঙ্গা বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, মির্জাপুরের গ্রাম বাংলা বুনাইজ ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল কলেজ, আজহাজ্ব শফি উদ্দিন মিঞা এন্ড একাব্বর হোসেন টেকনিক্যাল কলেজ, ভুঞাপুরের মনিরুজ্জামান খান বিএম কলেজ।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১১টি এসএসসি (ভোকেশনাল) গুলো হলো- ধনবাড়ীর নরিল্যা পাবলিক উচ্চ বিদ্যালয়, ভুঞাপুরের গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়, কালিহাতীর গোপাল দিঘি কে পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, হাজী শমশের আলী কারিগরি স্কুল ও বিএম কলেজ, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, নাগরপুরের বাড়ীগ্রাম স্কুল এন্ড কলেজ, এম বোরহান উদ্দিন উচ্চ বিদ্যালয়, মির্জাপুরের গ্রাম বাংলা বুনাইজ ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল কলেজ, সখীপুরের হতেয়া এইচ এইচ ইউ উচ্চ বিদ্যালয়, সানস্টার ইনস্টিটিউট অব টেকনিকাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ।

এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৩টি (কৃষি) শিক্ষা প্রতিষ্ঠান হলো- ধনবাড়ীর নরিল্লা কলেজ, ঘাটাইলের কারিগরি ও বিএম কলেজ, কালিহাতীর আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষনায়তন ও কলেজ, ঘাটাইলের কারিগরি ও বিএম কলেজ, কালিহাতীর আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষনায়তন ও কলেজ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল