• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

লক্ষ্মীপুরে জেলেদের মধ্যে বকনা বাছুর বিতরণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৮ জুন ২০২৪  

জেলা সদরে আজ ২০২৩-২৪ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবী ইলিশ জেলেদের মধ্যে ১২৮টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। আজ শনিবার বিকালে মজু চৌধুরীর হাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগিদের হাতে এসব বাছুর তুলে দেন লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সারোয়ার জামান জানান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৩- ২০২৪ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১২৮ জন দুস্থ ও অসচ্ছল মৎস্যজীবীদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। এসময়, অনুষ্ঠানের প্রধান অতিথি মজু চৌধুরীর হাট এলাকায় বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে প্রায় ১২ শ’ কেজি পোনামাছ অবমুক্ত করেন ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল