• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ ১২ বাহিনীর ৫০ জলদস্যুর আত্মসমর্পণ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৩১ মে ২০২৪  

জলদস্যুতা না ছাড়লে এবং আত্মসমর্পণ না করলে পরিণতি ভালো হবে না বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, আমরা কাউকে ছাড় দেব না। কোনো ক্ষমা প্রদর্শন করব না। যে কোনো মূল্যে অপরাধ নিয়ন্ত্রণে রাখব। কেউ যদি আত্মসমপর্ণ করে পুনরায় দস্যুতায় যুক্ত হয় তাদের ভাগ্যে কী আছে, তা আল্লাহ জানেন। বৃহস্পতিবার দুপুরে নগরীর পতেঙ্গায় র‌্যাব কার্যালয়ে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপকূলীয় অঞ্চলের জলদস্যুদের অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সেখানে ৯০টি অস্ত্র, ২৮৩টি গুলিসহ সাগর উপকূলের ১২ বাহিনীর এক নারীসহ ৫০ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেন। তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেন। আত্মসমর্পণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এমএ লতিফ, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, র‌্যাবের অতিরিক্ত মহাপরিদর্শক (অপারেশন) মো. মাহাবুব আলম, সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে সাগরবেষ্টিত চট্টগ্রাম উপকূলীয় এলাকা ভিত্তিক বেশকিছু জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে। তারা দস্যুতাসহ বিভিন্ন অপরাধ কর্মকা- চালিয়ে আসছে। ২০১৮ এবং ২০২০ সালে র‌্যাব-৭ এর তত্ত্বাবধানে চট্টগ্রামে উপকূলীয় অঞ্চল হতে সর্বমোট ৭৭ জন জলদস্যু আত্মসমর্পণ করেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল