• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ১৫ সাংবাদিক

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪  

শিশু সংক্রান্ত বিষয়াবলী নিয়ে অসাধারণ প্রতিবেদন করার জন্য মোট ১৫ জন সাংবাদিককে ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৩ দেওয়া হয়েছে। 
রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে সোমবার বিকেলে ১২ ক্যাটাগরিতে এ পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। 

পুরস্কার বিজয়ীরা হলেন- আহমদুল হাসান (প্রথম আলো), মো. সাজিদ হোসেন (প্রথম আলো), মো. বনি আমিন (যমুনা টিভি), মো. সবুজ মাহমুদ (ইন্ডিপেন্ডেন্ট টিভি), মো. রাকিবুল হাসান তামিম (ঢাকা পোস্ট), মো. জসীম উদ্দিন (ঢাকা পোস্ট), মুছা মল্লিক (ঢাকা পোস্ট), নজরুল ইসলাম (ঢাকা পোস্ট), বরিউল আলম (ঢাকা নোট), সাধন কুমার সরকার (প্রতিদিনের বাংলাদেশ), শারমিন রিমা (সিভয়েস টুয়েন্টিফোর ডটকম), উদিসা ইসলাম (বাংলা ট্রিবিউন)।

১৮ বছরের নিচে বিজয়ীরা হলেন- মো. সাফায়েত হোসেন শান্ত (দৈনিক আজকের সুন্দরবন), মো. মুজাহিদ ইসলাম (এটিএবাংলা), মো. নাঈম ইসলাম (ইকোনোমিকনিউজ টুয়েন্টিফোর ডটকম)।

এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শিশুদের প্রয়োজনগুলো সবার সামনে তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিশু সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তাদের অন্তর্দৃষ্টিমূলক বিশ্লেষণ, সমাজ ও নীতিনির্ধারক উভয়ের জন্য গুরুত্বপূর্ণ পথনির্দেশনা হিসেবে কাজ করে। ফলে শিশু অধিকারগুলো নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ নেয়া সহজ হয়।

মীনা মিডিয়া অ্যাওয়ার্ডসের ১৮তম এ আসরে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের প্রিন্ট, ফটো ও ভিডিও সাংবাদিকদের কাছ থেকে এক হাজারের বেশি প্রতিবেদন জমা পড়ে। গত বছর যেখানে জমা পড়েছিল মাত্র ৩০০টি।

এর মধ্যে চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন ৬৫ জন। নয় সদস্যের একটি বিশেষজ্ঞ বিচারক প্যানেল এ ৬৫ জনের মধ্য থেকে ১৫ জনকে বিজয়ী নির্বাচিত করেছেন। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা ট্রিবিউন পত্রিকার নির্বাহী সম্পাদক রিয়াজ আহমদ প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল