• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবন্ধু টানেলে কোন গাড়িতে কত টোল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩  

রাত পেরোনোর বাকি। এরপরই দুয়ার খুলছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের। যে টানেল সূচনা করেছে নতুন এক দিগন্তের। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ টানেলের মাধ্যমে চীনের সাংহাই শহরের আদলে ‘ওয়ান সিটি, টু টাউন’ পরিকল্পনা বাস্তবায়ন এক ধাপ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি রাজধানী ঢাকার সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের সড়ক যোগাযোগে আসতে চলেছে বৈপ্লবিক পরিবর্তন।
শনিবার নগরের পতেঙ্গা প্রান্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই সবার জন্য উন্মুক্ত হবে স্বপ্নের এ টানেল।

প্রজ্ঞাপন অনুযায়ী ১২ ধরনের যানবাহনকে টোল দিতে হবে এ টানেলে। তবে চলতে পারবে না মোটরসাইকেল। সর্বনিম্ন ২০০ ও সর্বোচ্চ এক হাজার টাকা টোলের মধ্যে সর্বনিম্ন টোল গুনতে হবে প্রাইভেটকারকে। প্রতিবার পারাপারে একই টোল গুনবে পিকআপও। এছাড়া মাইক্রোবাস ২৫০ টাকা, ৩১ আসনের কম বাস ৩০০ টাকা, ৩২ আসনের বেশি বাস ৪০০ ও তিন এক্সেলের বড় বাসকে ৫০০ টাকা টোল গুনতে হবে।

পাঁচ টন পর্যন্ত পণ্য বহনে সক্ষম ট্রাককে টোল গুনতে হবে ৪০০ টাকা। আট টনের ক্ষেত্রে সেটি ৫০০ ও ১১ টনের ক্ষেত্রে ৬০০ টাকা গুনতে হবে। তিন এক্সেলের ট্রেইলার ৮০০ ও চার এক্সেলের ট্রেইলারকে এক হাজার টাকা টোল দিতে হবে। পরবর্তী প্রতি এক্সেলের জন্য বাড়তি দিতে হবে ২০০ টাকা। টানেল যান চলাচলের জন্য উন্মুক্ত করার পর এ টোল হার কার্যকর হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল