• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৬ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

চট্টগ্রামে উদ্বোধনের অপেক্ষায় যেসব প্রকল্প

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৩  

শনিবার দক্ষিণ এশিয়ার প্রথম নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন আরো কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।
উদ্বোধনের প্রকল্পগুলো হলো- চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স, আগ্রাবাদ সিজিএস কলোনির নয়টি বহুতল আবাসিক ভবন, চট্টগ্রাম বিমানবন্দরে বঙ্গবন্ধু ম্যুরাল ও শিকলবাহা খালের ওপর পিসি গার্ডার ব্রিজ।

এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন- চট্টগ্রাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ও জাদুঘর, বিমানবন্দর থেকে বঙ্গবন্ধু টানেল পর্যন্ত শেখ হাসিনা সড়ক ও সিমেন্স হোস্টেল কমপ্লেক্স ভবন নির্মাণকাজ। চট্টগ্রাম জেলা প্রশাসন গৃহীত ডিসি পার্ক, নৌকা জাদুঘর, ১৯১টি ইউনিয়নে খেলার মাঠ ও সাংস্কৃতিক কেন্দ্র, স্মার্ট স্কুল বাস সার্ভিস, পর্যটক বাস, রিভার ক্রুজ ও ফুল ডে ট্যুর সম্বলিত পর্যটন সেবা, বার্ডস পার্ক ও চিড়িয়াখানার আধুনিকীকরণ প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামে সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেলসহ মোট ২০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের সাতটি প্রকল্প রয়েছে। বেশকিছু কাজই প্রায় শেষ হয়েছে।

এদিকে, এরইমধ্যে শেষ হয়েছে টানেল উদ্বোধনের সব প্রস্তুতি। শনিবার নগরের পতেঙ্গা প্রান্তে টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর টানেল পাড়ি দিয়ে যাবেন আনোয়ারা প্রান্তে। সেখানে কোরিয়ান ইপিজেডের মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। জনসভাস্থলে তৈরি করা হয়েছে আট ফুট উচ্চতার মঞ্চ। ৩০ ফুট দৈর্ঘ্য ও ৪৮ ফুট প্রস্থের মঞ্চটি নৌকার আদলে তৈরি করা হয়েছে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল