• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বাজেট নিয়ে শঙ্কা নেই: প্রধানমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাজেট সম্পর্কে কে কি বলছে তা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার জন্য উপযুক্ত বাজেট ঘোষণা করেছি। এ বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে কোনো শঙ্কা নেই।
শনিবার রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ঢাকা জেলা ও ঢাকা উত্তর আওয়ামী লীগের কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট বাস্তবায়ন নিয়ে যারা শঙ্কিত, তাদের কড়া সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর বাজেটের আগে এমন কথা ওঠে। এরপরও আমরা প্রতিটি বাজেট বাস্তবায়নে সক্ষম হয়েছি। দেশের মানুষ আমাদের পক্ষে আছে। আমরা আগামী বাজেটও বাস্তবায়ন করতে পারবো।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সবসময় দেশের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধা  ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার। আমরা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি।


এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান,বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. মো. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ, সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ প্রমুখ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল