• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করলেন ভুটানের রাষ্ট্রদূত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩  

ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ করতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন করেছেন ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল। 
সম্প্রতি নাকুগাঁও স্থলবন্দরসহ ময়মনসিংহের গোবরাকুড়া ও কড়ইতলী স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য আমদানি করতে ভুটান বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে। সে চুক্তির অংশ হিসেবে সোমবার দুপুরে ভূটানের রাষ্ট্রদূত নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শনে আসেন। 

এ সময় তিনি ভুটানের সঙ্গে বাংলাদেশের কোনো বৈরিতা নেই বলে জানান। এখন শুধু ভারতের সঙ্গে ট্রানজিট চুক্তি অনুমোদন হলেই গার্মেন্টসসহ শতাধিক পণ্য ভুটান আমদানি করতে পারবে। 

তিনি আরো বলেন, নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১৮-১৯ টি পণ্য আমদানি করার কথা থাকলেও আমদানি হচ্ছে মাত্র ২টি পণ্য। যে কোনো পণ্য আমদানি-রফতানি করতে বাংলাদেশ ও ভুটানের কোনো সমস্যা নেই। 

নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন শেষে ভুটানের রাষ্ট্রদূত স্থানীয় আমদানি-রফতানিকারক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। 

বাংলাদের কাস্টমস কমিশনার ওয়াহিদা রহমানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন ভুটান দূতাবাসের মিনিস্টার কাউন্সেলর (ট্রেড) কেনচো থিনলে, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃস্টফার হিমেল রিছিল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক, সহকারী পরিচালক পার্থ বড়ুয়া, নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবুবকর সিদ্দিক, নাকুগাঁও আমদানি রফতানিকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার প্রমুখ। 

বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীরা ভুটান থেকে পণ্য আমদানি ছাড়াও বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্যের পাশাপাশি শুঁটকি মাছ, প্লাস্টিকসহ অন্যান্য পণ্য রফতানি করতে ইচ্ছা প্রকাশ করেন তিনি। 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল