সীমান্তে যৌথ টহলে সম্মত বাংলাদেশ-মিয়ানমার
আজকের টাঙ্গাইল
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২

মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে সীমান্তে যৌথ টহলে সম্মত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।
বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী সংগঠন মোকাবিলায় রিয়েল টাইম ইন্টেলিজেন্স (তাৎক্ষণিক তথ্য) শেয়ার করার বিষয়ে ঐকমত্যে হয়েছে দুই দেশ। শিগগিরই জলপথের পাশাপাশি স্থলপথে টহল শুরু হবে।
২৩-২৭ নভেম্বর নেপিদোতো অনুষ্ঠিত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ৮ম সীমান্ত সম্মেলন নিয়ে মঙ্গলবার পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ।
তিনি বলেন, সীমান্তে আকাশসীমা লঙ্ঘনের কয়েকটি ঘটনা ঘটেছে। সে বিষয়টি আমরা সম্মেলনে গুরুত্বের সঙ্গে উত্থাপন করেছি। আমরা তাদের বলেছি, মিয়ানমারের যদি সীমান্তবর্তী এলাকায় ড্রোন উড্ডয়নের প্রয়োজন হয় বা হেলিকপ্টার ইউটার্ন করার প্রয়োজন হয়, সে তথ্য আমাদের দিতে। যেন আমরা ওই দিনগুলোতে লক্ষ্য রাখতে পারি যে, কোনো ধরনের সীমান্ত অতিক্রমের ঘটনা ঘটছে কি না। তারা আমাদের আশ্বস্ত করেছে, এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতে ঘটবে না।
মহাপরিচালক বলেন, ‘স্থল মাইন বিস্ফোরণে বেশ কিছু বাংলাদেশি হতাহতের ঘটনা ঘটেছে। সীমান্তে কাঁটাতারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। আমরা বলেছি, অনিচ্ছাকৃতভাবে কেউ এর সংস্পর্শে এলে হতাহতের ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আমরা তাদের সহযোগিতা চেয়েছি। তারা সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। আমরা যৌথভাবে এটা পর্যবেক্ষণ করব।’
সাকিল আহমেদ বলেন, ‘দুটি বিষয় সমাধান হলে আমরা যৌথভাবে স্থলভাগে টহল দিতে পারব। আমরা আশা করি, তাতে চোরাচালান, মানব পাচারের মতো অপরাধ আমরা নিয়ন্ত্রণে সক্ষম হব। এ বিষয়ে আমরা মিয়ানমারের ইতিবাচক সাড়া পেয়েছি।’
নেপিদোতে সম্মেলনের ফাকে মিয়ানমারের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইউনিয়ন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলাদাভাবে সাক্ষাৎ করেন বিজিপি মহাপরিচালক। এই সময় তিনি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের দ্রুত প্রত্যাবাসনের পাশাপাশি দুই বাহিনীর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং অন্যান্য দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিয়ে মিয়ানমার আশ্বাস দিয়ে এলেও সুনির্দিষ্ট অগ্রগতি দেখা যাচ্ছে না’-এ বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। আমরা তাদের বলেছি, বাংলাদেশ মানবিক কারণে অস্থায়ীভাবে তাদেরকে (রোহিঙ্গা) শেল্টার দিয়েছে। এ বিষয়গুলো বলার পরে তারা এটা গ্রহণ করে আলোচনা করে কাজ করার কথা বলেছে।
রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ‘এ দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া হচ্ছে, এমন ভিডিও আমরা তাদের দেখিয়েছি। যুব জনগোষ্ঠীকে টেকনিক্যাল শিক্ষা দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করছি। যাতে তারা নিজেদের আবাসে ফিরে যাওয়ার পর নিজেদের চালিয়ে নিতে পারে। আমার মনে হয়েছে, তারা এ বিষয় নিয়ে কাজ করছে।’
রাখাইনের বর্তমান পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি মনে করি, সেখানকার পরিস্থিতির উন্নতি হয়েছে। তারা বিভিন্নভাবে তাদের আলোচনায় বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেছে। সেখানে তাদের যে অস্ত্রবিরতি চলেছে; তা সন্ত্রাসীগোষ্ঠীর সঙ্গে বলে জানিয়েছে। এটা করে তারা সেখানে মানবিক বিপর্যয় রোধ করার চেষ্টা করছে। আগের তুলনায় রাখাইনের পরিস্থিতি ভালো। এটা রোহিঙ্গাদের ফেরানোর জন্য ইতিবাচক।
উল্লেখ্য, বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল নেপিদোর সম্মেলনে অংশগ্রহণ করে। প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত ছিলেন।
অন্যদিকে সম্মেলনে ডেপুটি চিফ অব মিয়ানমার পুলিশ ফোর্সের মেজর জেনারেল অং নেইং জু’র নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করে। তিন বছর পর এই সম্মেলন হলো। পরবর্তী সীমান্ত সম্মেলন ২০২৩ সালের মে/জুন মাসে ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

- মহাকাশ থেকে বাংলাদেশের ছবি তুললেন বিজ্ঞানীরা
- এবার চালু হচ্ছে উত্তরা সেন্টার ও মিরপুর ১০ নম্বর মেট্রোরেল স্টেশন
- পাটের উৎপাদনে ৪ লাখ চাষিকে প্রণোদনা দিচ্ছে সরকার
- জন্ম নিবন্ধন সনদের তারিখ পরিবর্তন নিয়ে নতুন নির্দেশনা
- আল আহলিকে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ
- ‘ঘাটতির’ কথা স্বীকার তুর্কি নেতার ॥ মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছ
- জয়পুরহাটে প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে মহিলা সমাবেশ
- উৎসব মুখর পরিবেশে আইইবি’র নির্বাচনে ভোট গ্রহণ
- আজ থেকে এইচএসসি’র ফলাফল পুন:নিরীক্ষার আবেদন শুরু
- স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের ৯৬ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন
- শান্তিরক্ষা মিশনে গাম্বিয়ার সাথে যৌথ সেনা মোতায়েনে সম্মত বাংলাদেশ
- বাংলাদেশে বৃহত্তর জাপানী বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর
- ২০৩০সালের মধ্যে ভিন্ন রেল যোগাযোগের সাক্ষী হবে ঢাকা:প্রধানমন্ত্রী
- ‘বাংলা কিউআর’ কোডে যত ইচ্ছে লেনদেন
- রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে জাহাজ
- সেনাবাহিনীর নেতৃত্বে তুরস্কে গেলো বিশেষ উদ্ধারকারী দল
- বিমানের ১৭ কর্মকর্তাকে আত্মসমর্পণের নির্দেশ
- তুরস্ক-সিরিয়ায় নিহতদের স্মরণে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক
- এবার ভারতের ত্রিপুরা রাজ্যে গেল ৫ টন সবজি
- আমি আপনাদের অগ্রগতি দেখে খুব খুশি
- বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে রেমিট্যান্সের বিকল্প নেই
- ৬৯ কিমি রেলপথসহ তিন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি আবদুল হামিদের আত্মজীবনী ‘অমূল্য সম্পদ’: প্রধানমন্ত্রী
- মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন চেয়ারম্যান রুহুল আমিন আকন্দ হেলপু
- আ. লীগ সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হয়, প্রমাণিত
- ঐতিহ্যের সাক্ষী বগুড়ার আদমদিঘির শ্রীকৃষ্ণ কড়ই রাজবাড়ি
- নির্বাচন নিয়ে আর কেউ কোনো কথার সুযোগ পাবে না: প্রধানমন্ত্রী
- ক্ষুধা সূচকে ৮ ধাপ পেছাল বাংলাদেশ
- এসএমসি লিমিটেডে চাকরির সুযোগ
- যেসব অভ্যাস ঋতুস্রাবের ব্যথা আরো বাড়িয়ে দিতে পারে
- টাঙ্গাইলে রাস্তার দুই পাশে বসেছে শীতের গরম পোশাক বিক্রির দোকান
- মেলান্দহে বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যু
- অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা প্রধানমন্ত্রীর
- বিশ্ব ইজতেমায় মুসল্লিদের সুবিধার্থে ৫ জোড়া বিশেষ ট্রেন
- এবার হজে যেতে পারবেন সোয়া লাখের বেশি, সৌদি আরবের সঙ্গে চুক্তি
- রাজধানী সম্প্রসারণে রাজউকের নতুন প্রকল্প: আরও ৫ উপশহর
- জিডিপি অর্জনে সৌদি-জাপান-যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলবে বাংলাদেশ
- টাঙ্গাইলে খালের নির্মাণ কাজের উদ্বোধন
- মেট্রোরেল ২৫ জানুয়ারি থেকে পল্লবী স্টেশনে যাত্রী উঠানামা করবে
- দেশের বিভিন্ন জায়গায় আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন
- টাঙ্গাইলে চীনের রঙিন ফুলকপি চাষে কৃষকের মুখে হাসি
- হজের পূর্ণ কোটা পেল বাংলাদেশ
- টাঙ্গাইলে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ
- মার্চ থেকে সরকারি হাসপাতালেই চেম্বার করতে পারবেন চিকিৎসকরা
- ৮২ হাজার কর্মী নিবে ইতালি, বাংলাদেশিদের জন্য বড় সুযোগ
- টাঙ্গাইলে ভাতিজা বউয়ের শ্লীলতাহানির চেষ্টা, মেম্বার আটক
- আমলনামা দেখে মনোনয়ন দেওয়া হবে, দলীয় এমপিদের শেখ হাসিনা
- বাংলাদেশ সফরে আসছেন বেলজিয়ামের রানী মাথিল্ডে
- বাসাইলে ড্রেজার মেশিন ধ্বংশ
