• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

শেখ হাসিনা কৃষকের মুখে স্থায়ী হাসি দেখতে চান: পানিসম্পদ উপমন্ত্রী

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২২  

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের মুখে স্থায়ী হাসি দেখতে চান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমনকি বাংলাদেশি খাদ্য বিদেশেও রফতানিও করা হয়।
শামীম আরো বলেন, দেশের কৃষিতে হাওরের মানুষের অনেক অবদান রয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) হাওরের মানুষের মুখে হাসি ফোটানোর জন্যও কাজ করছেন।

এ কে এম এনামুল হক শামীম শনিবার জেলার নড়িয়া উপজেলা অডিটোরিয়ামে কৃষক সমাবেশ ও সেচ যন্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা চেয়ারম্যান এ কে এম ইসমাইল হক, কৃষি সম্প্রসারণ অধিদফতর শরীয়তপুরের উপ-পরিচালক (কৃষি) মো. মাতলুবুর রহমান ও নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল