• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ঢাকা-কলকাতা রুটে আরেকটি ট্রেন চালুর প্রস্তাব ভারতের

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ জুলাই ২০২২  

ঢাকা-কলকাতা রুটে আরেকটি যাত্রীবাহী ট্রেন চালুর প্রস্তাব দিয়েছে ভারত। সোমবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের সঙ্গে দেখা করে ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী এ প্রস্তাব দেন।

রেলপথ মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রাজধানীর রেলভবনে তাদের মধ্যে বৈঠকে ভারতীয় ঋণে চলমান প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। 

বৈঠকে দোরাইস্বামী বলেন, বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস ট্রেন চলছে। যাত্রী চাহিদা বিবেচনা করে ঢাকা- কলকাতা রুটে দর্শনা হয়ে আরেকটি ট্রেন চালানো যেতে পারে।
 
বৈঠকে রেলমন্ত্রী বলেন, ঢাকা-কক্সবাজার রুটে চালানোর জন্য ভারত থেকে উন্নতমানের টুরিস্ট বগি আমদানিতে আগ্রহী বাংলাদেশ। নেপাল ও ভুটানের সঙ্গে রেল যোগাযোগ স্থাপনে চিলাহাটি-হলদিবাড়ি রেললাইনকে আরও শক্তিশালী করা প্রয়োজন। 

এ ছাড়া পঞ্চগড় থেকে বাংলাবান্ধা নতুন রেললাইন নির্মাণ এবং বাংলাবান্ধা থেকে ভারতীয় অংশে যেখানে রেললাইনের সংযোগ স্থাপিত হবে- সেই জায়গা দ্রুত নির্ধারণ করা, ভারতীয় ঋণে চলমান সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ সান্তাহার পর্যন্ত বর্ধিত করার অনুরোধ দেশটির দূতকে জানিয়েছেন রেলমন্ত্রী।

বৈঠকে রেলের সচিব ড. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত মহাপরিচালক সরদার শাহাদাত আলী, মঞ্জুরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল