• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবন্ধুর আরেকটি অপ্রকাশিত ডায়েরি আসছে

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরেকটি অপ্রকাশিত ডায়েরি প্রকাশ হচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘জাতির জনকের আরেকটি অপ্রকাশিত ডায়েরি খুব শিগগির প্রকাশ করবেন প্রধানমন্ত্রী। এই ডায়েরির মাধ্যমে নতুন প্রজন্ম আরও নতুন অনেক তথ্য জানতে পারবে।’

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার রাতে ‘নেতা মোদের শেখ মুজিব’ শীর্ষক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ তথ্য জানান।

সভায় কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসে। আর ২০০২ সালে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার ঘোষণা দেয়।

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির পাশাপাশি জিয়াউর রহমানের ছবি থাকতে পারে না। তাদের এই বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। জিয়াউর রহমান একজন খুনি ও বিশ্বাসঘাতক।’

পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশ অনেক ক্ষেত্রে পাইওনিয়ার। কারণ আমাদের বঙ্গবন্ধু ছিলেন। তিনি আমাদের বিশ্বাস দিয়ে গেছেন। অর্জনের পথ দেখিয়ে গেছেন।

‘বাংলাদেশ এখন রেসের ঘোড়া। এই জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজে লাগবে না। ষড়যন্ত্র মোকাবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শক হওয়ার সময় কিন্তু নেই। আমরা বিজয়ী জাতি। বাংলাদেশের মানুষ পরাজয় মানে না। এই জাতিকে কেউ পরাজিত করতে পারবে না।’

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভাপতির বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। এজন্য এই বইকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার ব্যবস্থা করতে হবে।

‘এই বইয়ের খসড়া প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছিল। তিনি অত্যন্ত ব্যস্ততার মাঝেও বইয়ের প্রতিটি পাতায় সবুজ কালির কলম দিয়ে দিকনির্দেশনা দিয়েছিলেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খন্দকার বজলুল হক, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ আরও অনেকে অনুষ্ঠানে বক্তব্য দেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল