• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

সৌদিতে হুতি বিদ্রোহীদের হামলায় বাংলাদেশের নিন্দা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১  

সৌদি আরবের রিয়াদ ও খামিস মুসায়েত শহরে হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২৭ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, সৌদি আরবের রিয়াদ ও খামিস মুসায়েত শহরে গত ৬ ডিসেম্বর বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় হুতি বিদ্রোহীরা। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একই সঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানাচ্ছে বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, হুতি বাহিনীর এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে। এছাড়া এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ।

২০১৫ সাল থেকে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি নেতৃত্বাধীন কোয়ালিশনের লড়াই চলছে। সৌদি আরবের ভেতরে সামরিক ঘাঁটিগুলোর ওপর প্রায়ই ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল