• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

জাতিসংঘ যুক্ত হওয়ায় ভাসানচরে রোহিঙ্গাদের আনন্দ মিছিল

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

ভাসানচর দেখভালের দায়িত্বে জাতিসংঘ যুক্ত হওয়ায় আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সেখানে অবস্থানরত রোহিঙ্গারা। 
গতকাল রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন ব্লকে আনন্দ মিছিল করেছেন তারা। নিজেরাই বিভিন্ন ব্যানার ফেস্টুন বানিয়ে করেছেন মিছিল। 
রোহিঙ্গা ভাষায় গান-কবিতার মাধ্যমে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ সংস্থাগুলোর উদ্যোগকে। ভাসানচরে দায়িত্বরত কর্মকর্তারা জানান, সমঝোতা স্মারক স্বাক্ষর উপলক্ষে ক্যাম্প হেড ফোকালদের নেতৃত্বে রোহিঙ্গারা একটি আনন্দ মিছিলের আয়োজন করে। 

মিছিলটি সিআইসি অফিস (শেল্টার-০৯) থেকে হাসপাতাল রোড হয়ে ১ নম্বর রোহিঙ্গা বাজারের সামনে গিয়ে শেষ হয়। 
এ সময় ওয়েলকাম ইউএন, ওয়েলকাম ইউএনএইচসিআর, থ্যাংকস ইউএন স্লোগান সংবলিত বিভিন্ন প্লাকার্ড, ব্যানার নিয়ে ১ হাজারের বেশি রোহিঙ্গা আনন্দ মিছিলে অংশ নেয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল