• বৃহস্পতিবার ১৬ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১ ১৪৩১

  • || ০৭ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

করোনার টিকা নিলেন দেশের ৫৫ লাখের বেশি মানুষ

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১  

৭ ফেব্রুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয় করোনার গণটিকাদান কর্মসূচি। সেদিন থেকে আজ (সোমবার) পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৩৯ হাজার ৪৯৪ জন। এরমধ্যে পুরুষ ৩৪ লাখ ৩৫ হাজার ৭০১ জন ও নারী ২১ লাখ তিন হাজার ৭৯৩ জন রয়েছে।
সোমবার টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এ পর্যন্ত মোট টিকা গ্রহণকারীদের মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৭ লাখ ১১ হাজার ৩২৩ জন, ময়মনসিংহ বিভাগের দুই লাখ ৭৫ হাজার ১৮৭ জন, চট্টগ্রাম বিভাগের ১১ লাখ ১৫ হাজার ৩৩৮ জন, রাজশাহী বিভাগের ছয় লাখ ৩৫ হাজার ৯৭৩ জন, রংপুর বিভাগের পাঁচ লাখ ৬৮ হাজার ৮২১ জন, খুলনা বিভাগের সাত লাখ চার হাজার ২৭০ জন, বরিশাল বিভাগের দুই লাখ ৪০ হাজার ৩৭২ জন এবং সিলেট বিভাগের দুই লাখ ৮৮ হাজার ২১০ জন।

সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সারা দেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৪৫ হাজার ৬৭৮ জন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল