• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা: আলোচনা সভায় অভিমত

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন প্রতিটি বাঙালীর হৃদয়ে অমর হয়ে থাকবেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

সোমবার জাতির পিতার জীবন ও কর্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি (বিডিইউ) বাংলাদেশ আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বিশ্ববিদ্যালয়ের আইসিটিই প্রোগ্রামের মারিয়া আফরিন বিন্দু, দ্বিতীয় স্থান অধিকার করেন একই প্রোগ্রামের হাসিবুল আলম প্লাবন, তৃতীয় স্থান অধিকার করেন আইওটি প্রোগ্রামের মোসাঃ আরিফা আজমেরী এবং কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন আইওটি প্রোগ্রামের ফারহা আমল মিম, দ্বিতীয় স্থান অধিকার করেন একই প্রোগ্রামের আবদুল হাসিব এবং আইসিটিই প্রোগ্রামের আবদুল্লাহ রাইয়ান।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল