• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

কার্যকর হচ্ছে করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের চার নির্দেশনা

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২০  

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাস (কভিড-১৯) রোগ প্রতিরোধে বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পারিক দুরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল নিশ্চিত করতে চার নিদের্শনা দিয়ে সকল সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

 

গতকাল সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠি সকল সচিবকে পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়, কোভিড ১৯ এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলি / চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ/ কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণ করবে। জনসাধারণের সার্বিক কার্যাবলি / চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ/ কর্তৃপক্ষ কর্তৃক তাদের আওতায়ধীণ বিষয়ে স্বাস্থ্যবিভি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পারিনক দুরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিভি মেনে চলাচল নিশ্চিত করতে হবে।

 

কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্মমন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচারণা ও জনসচেতনামুলক কার্যক্রম বাস্তবায়ন করবে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান গুলো অমান্যকারী ব্যক্তি / প্রতিষ্ঠিানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিছিমত করতে বলা হয়।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল