• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের টাঙ্গাইল

একুশ : নুসরাত জাহান

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩  

প্রভাত ফেরি আমায় তুমি নিও সঙ্গে করে
বুকের ভিতর শহীদ ভাইয়ের স্মৃতির আগুন ঝরে।
ফেব্রুয়ারির একুশ তারিখ,অঙ্গে শোকের বসন
একুশ মানেই প্রাণের ভাষায় আবেগঘন কথন।

একুশ তুমি খোকার শোকে মায়ের চোখের জল
রাজপথে সালাম,বরকতের রক্তে রাঙ্গা ঢল।
একুশ তুমি সবুজের বুকে রক্তিম সূর্য –
টুকটুকে লাল কৃষ্ণচূড়ার ডাল,
একুশ তুমি যুদ্ধজয়ের ঢাল।

একুশ তুমি অন্তরীক্ষে তপ্ত দীর্ঘশ্বাস
একুশ তুমি ভাষার মিছিলে মৃত্যু জ্বলোচ্ছাস ।
একুশ তুমি ফাগুন হাওয়ার তানে ,
মিশে আছো বাংলা মায়ের প্রাণে।

একুশ তুমি নির্ঘুম শত তামসার রাত
একুশ তুমি মনের কোণে আশার বৃষ্টিপাত।
একুশের এই ভাইহারা দিনে শূন্য শূন্য লাগে,
স্মৃতির পাতায় শহীদ মিনার জাগে।
 

একুশ তুমি ইতিহাসের পাতায় দীপ্তমান
শহীদ ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান।
একুশ মানে ভাষার দাবিতে দৃঢ় অঙ্গীকার,
একুশ তুমি উজ্জ্বল নক্ষত্র বাঙ্গালির অহংকার।

 

নুসরাত জাহান
ইংরেজি বিভাগ 

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল