• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

ছারপোকা থেকে চিরতরে বাঁচার উপায়

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩  

ছারপোকা থেকে বাঁচার জন্য অনেকে অনেক কিছু ব্যবহার করেছেন তারপরেও কোনো প্রকার সঠিক ফলাফল পাননি। কিছু দিনের জন্য দূর হলেও আবার কয়েক দিন পর বিছানায় পূণরায় জন্ম নিয়েছে। অথবা একেবারে দূর হয়নি।
আর তাই ছারপোকা তাড়ানোর জন্য এমন একটি উপায় জেনে নিন যাতে আপনার বিছানা থেকে ছারপোকা চিরতরে বিদায় হবে।

তবে যেভাবে ছারপোকা তাড়ানোর উপায়গুলো জানিয়ে দেওয়া হবে সেই বিষয়গুলো ব্যবহার করলে ছারপোকা চিরতরে দূর হয়ে যেতে পারে। ১০০% ছারপোকা তাড়ানোর জন্য নিয়মগুলো পড়ে বুঝে ব্যবহার করবেন প্লিজ!

ছারপোকা মারার ঔষধ
> চিরতরে ছারপোকা বিদায়ের জন্য প্রথমে একটি ১ লিটার বা ২ লিটার পানির পাত্র নিয়ে নেবেন। ঔষধ তৈরির জন্য যদি অনেগুলো ঘরে ছারপোকার উপদ্রব হয়ে থাকে তাহলে নিজের চাহিদা অনুযায়ী তৈরি করে নিতে পারবেন।

> পাত্রটিতে প্রায় ৫০০ গ্রাম পানি নিন, এই ৫০০ গ্রাম পানিতে যতখানি উপাদান দেওয়া হবে সেই ক্ষেত্রে যদি বেশি লাগে দিয়ে নিতে পারেন। তবে ৫০০ গ্রাম পানিতে কি পরিমানে উপাদান লাগে সঠিকভাবে জেনে নিন।

লেবু
> প্রথমে ৫০০ গ্রাম পানিতে একটি ৫০ গ্রাম থেকে ৬০ গ্রামের একটি লেবুর রস দিয়ে নেবেন, যদি লেবু না থাকে তাহলে ভিনেগার দিয়ে নেবেন। তবে চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার, কারণ ছারপোকা দূর করার জন্য লেবু অনেক বেশি কার্যকর।

> লেবু ব্যবহার করলে যেসব জায়গায় ছারপোকা মারার জন্য ব্যবহার করবেন সেসব জায়গার হওয়া দূর্গন্ধও দূর হয়ে যাবে। লেবুর রস দেওয়া হলে পানিতে ভালোভাবে মিশিয়ে নেবেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল