• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল
সর্বশেষ:
উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করার নির্দেশ থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্ব নতুন যুগে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনের প্রস্তুতি-প্রচারণা দেখতে আ`লীগকে বিজেপি’র আমন্ত্রণ ডলারের দাম বৃদ্ধির পরও হজ প্যাকেজের খরচ কমানো হয়েছে : ধর্মমন্ত্রী এবারও হজযাত্রীদের ইমিগ্রেশন ঢাকায় হবে: সৌদি রাষ্ট্রদূত দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ এপ্রিলে রেমিট্যান্স এলো ১৯০ কোটি ৮০ লাখ ডলার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সময় পেছাল খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করাই আওয়ামী লীগের লক্ষ্য যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী

বানিয়ে ফেলুন ‘কালো মরিচ চিকেন’

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩  

বাড়িতে চিকেনের ঝাল ঝোল তো সবসময়ই খাওয়া হয়। মাঝে মধ্যে একটু স্বাদ বদল হলে কার না ভালো লাগে। আর তাই স্বাদ বদল করতে আজ বানিয়ে ফেলুন ‘কালো মরিচ চিকেন’।
যারা একটু ঝাল-ঝাল গোলমরিচের স্বাদ পছন্দ করেন তাদের জন্যে এই পদ। লাঞ্চ, ডিনার এবং নাস্তায় ভাত বা রুটির সঙ্গে জমবে বেশ কালো মরিচ চিকেন। এই পদ রাঁধতেও এমন কিছু ঝক্কি ঝামেলা নেই। কীভাবে বানাবেন ভাবছেন তো? তাই দেখে নিন রেসিপিটি-

উপকরণ

১. মুরগীর মাংস

২. গোলমরিচ

৩. আদা

৪. রসুন

৫. টক দই

৬. পেঁয়াজ

৭. কসৌরি মেথি

৮. লেবুর রস

৯. সাদা তেল

১০. লবণ

১১. গোটা গরম মশলা

প্রণালী

স্টেপ ১- প্রথমেই মুরগীর মাংস ভালো করে ধুয়ে নিন। এবার তাতে টক দই, পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, লেবুর রস ও গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নিন।

স্টেপ ২- গ্য়াসে কড়াই বসান। ও হালকা আঁচে গোটা গরম মশলা রোস্ট করে নিন। এবার তাতে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। মাঝে মধ্যে ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিন। এতে মাংস সেদ্ধ হবে।

স্টেপ ৩- সামান্য পানি দিন। এবার আরো খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করুন। এবার উপর থেকে কসৌরি মেথি ছড়িয়ে গরম-গরম পরিবেশন করুন কালো মরিচ চিকেন।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল