• সোমবার ০৬ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৬ শাওয়াল ১৪৪৫

আজকের টাঙ্গাইল

বর্ষায় বইয়ের যত্ন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩  

দামি দামি বইয়ে ঘুণ ধরে গেলে রীতিমতো মন খারাপ হয়। আর বর্ষা মানেই ঘুণপোকার বাড়বাড়ন্ত শুরু। তাই ঘুণের উপদ্রব কমাতে কয়েকটি সহজ উপায় মেনে চলতে হবে।
নিয়মিত রোদে শুকান: বইকে রোদ খাওয়ানোর কায়দা বহুদিনের পুরোনো। জামাকাপড় শুকনোর মতোই বইকে নিয়মিত রোদ খাওয়াতে হবে। এতে ঘুণ ধরার আশঙ্কা কমবে অনেকটাই।

নিমপাতা দিয়ে রাখুন: নিমপাতার মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল গুণ। এই পাতার গুণে সব পোকা বাপ বাপ করে পালাবে। তাই বইয়ের ফাঁকে ফাঁকে নিমপাতা দিয়ে রাখতে পারেন। এতে আখেরে উপকারই হবে।

নিয়মিত বই পরিষ্কার রাখুন: নিয়ম করে বই পরিষ্কার রাখুন। এতে বইয়ের মধ্যে ধুলা জমবে না। একই সঙ্গে এতে ড্যাম্প পড়ার আশঙ্কা কম। তাতে ঘুণ ধরার আশঙ্কাও অনেকটাই কমবে।

ন্যাফথলিন রাখুন: বইয়ের ফাঁকে ন্যাফথলিন রাখলেও দারুণ কাজ হবে। ঘুণপোকা তাড়াতে এই বিশেষ রাসায়নিকে ভরসা করতে পারেন। ন্যাফথলিনের তীব্র গন্ধে পোকামাকড় এমনিই দূর হবে।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল