• মঙ্গলবার ১৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৫ জ্বিলকদ ১৪৪৫

আজকের টাঙ্গাইল

নেপালের আন্তর্জাতিক ইয়োগা ফেস্টিভ্যালে বাংলাদেশের অনন্য অর্জন

আজকের টাঙ্গাইল

প্রকাশিত: ১২ জুন ২০২৩  

নেপালের আন্তর্জাতিক ইয়োগা ফেস্টিভ্যালে বাংলাদেশের ৫ প্রতিযোগী বেশ নজর কেড়েছে। অংশগ্রহণকারী প্রত্যেকেই স্ব-স্ব গুণে পুরস্কার জিতেন।
গত বৃহস্পতি ও শুক্রবার নেপালে অনুষ্ঠিত হয় ‘৩য় সাউথ এশিয়ান ইয়োগা স্পোর্টস কম্পিটিশন’ এবং ‘মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভ্যাল চ্যাম্পিয়নশিপ’। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপালে বাংলাদেশ হাই কমিশনের পলিটিক্যাল সেক্রেটারি জনাব মোরশেদুল রহমান তালুকদার। 

নেপালের যুব ও  ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত এই দুই আন্তর্জাতিক প্রতিযোগিতায়  ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপসহ দক্ষিণ এশিয়ার ৮টি দেশের প্রায় ৩০০জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেন ৫জন প্রতিযোগী। সার্কভুক্ত দেশসমূহ ছাড়াও ইরান এবং সৌদি আরবের ক্রীড়াবিদদের অংশগ্রহণ ছিল মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভ্যাল চ্যাম্পিয়নশিপে।

প্রতিযোগিতাটি বয়স ভেদে বিভিন্ন গ্রুপে অনুষ্ঠিত হয়। ১২ - ১৫ বছর গ্রুপে তৃতীয় হয় বাংলাদেশের আফিফা হোসেন অর্পা, ১৬-১৮ বছর গ্রুপে তৃতীয় হয় মানসিফ হেলালি, ২৬-৩৫ বছর গ্রুপে তাসনুভা এবং ৩৫ থেকে তার বেশি বয়স গ্রুপে দ্বিতীয় হয় রওশান আরা এবং পঞ্চম হয় শাহনাজ বেগম।

এছাড়াও মাউন্ট এভারেস্ট ইয়োগা ফেস্টিভ্যাল চ্যাম্পিয়নশিপে ১৬-১৮ বছর গ্রুপে ৩য় হয় মানসিফ হেলালি, ২৬-৩৫ বছর গ্রুপে ২য় হয় তাসনুভা এবং ৩৫ থেকে তার বেশি বয়স গ্রুপে ৩য় হয় শাহনাজ বেগম। 

বাংলাদেশি প্রতিযোগী শাহনাজ বেগম বলেন, ‘এটি আসলে আমাদের একার অর্জন না, এটি বাংলাদেশের অর্জন। আমরা যদি সরকারিভাবে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারি, তাহলে আরো অনেকে এসব স্পোর্টসে অনুপ্রাণিত হবে এবং দেশের জন্য এমন আরো অর্জন নিয়ে আসতে পারবে বলে বিশ্বাস করি।

আজকের টাঙ্গাইল
আজকের টাঙ্গাইল